ডিপ্লোমা
27 March 2024
0 ভিউ
0 মন্তব্য
কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারে ভালো করতে হলে প্রস্তুতি নিতে হবে স্টুডেন্ট অবস্থাতেই। আজকে শেয়ার করছি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে কিছু ক্যারিয়ার টিপস:
✅ লক্ষ্য নির্ধারণ করতে হলে আগে কোন ক্যারিয়ার ফিল্ডে/নিশে কাজ করতে চাও নিয়ে এবং তাদের কাজ সম্পর্কে ভালো করে জেনে নেবার চেষ্টা করো।
(কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন ক্যারিয়ার রোল নিয়ে জানতে, এর আগের পোস্টটা দেখতে পারো।)
✅ তারপর, তোমার স্কিল এবং আগ্রহের বিষয়ের সাথে মিল রেখে নির্ধারণ করতে পারো তোমার ক্যারিয়ার কোন বিষয়ে বেছে নিতে চাও। স্কিল না থাকলেও অসুবিধা নেই। পরবর্তীতে শিখে নিতে পারবে।
✅ স্কিল বাড়াও। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারে এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই! আর যেসব জায়গায় স্কিল দরকার, সেখানে স্কিল বৃদ্ধি করার জন্য কোর্স, বুটক্যাম্প অথবা অভিজ্ঞদের সহায়তা নিতে হবে।
✅ মনে রাখবে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ক্যারিয়ার গড়ার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা তা হল- প্র্যাক্টিকালি কাজ করার দক্ষতা। সেটা অর্জন করার চেষ্টা করবে।
✅ নিজের করা কিছু প্রজেক্ট পোর্টিফলিও একটু একটু করে তৈরি করো। Github এর ব্যবহার এবং Github পোর্টফোলিও কিভাবে তৈরি করতে হয় শিখে নাও। এটা ভবিষ্যতে ক্যারিয়ারের জন্য একটা বড় প্লাস পয়েন্ট হবে।
স্টুডেন্ট লাইফে ক্যারিয়ারের Aim না নেয়ার ভুলটা অনেক শিক্ষার্থীরাই করে থাকে। এতে তারা সময় থাকতে উপযুক্ত স্কিল ডেভেলপমেন্ট করা এবং প্ল্যান করার সময়টা হারিয়ে ফেলে।
➡️ তোমাদের কথা মাথায় রেখে EduCity তে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য থাকছে দক্ষ মেন্টরদের থেকে ফ্রি ক্যারিয়ার কনসালটেন্সির ব্যবস্থা
আচ্ছা, ওয়ার্ক লাইফ ব্যালেন্স জিনিসটা কি বলতে পারো ? আজকাল কর্পোরেট আর জব সেক্টরগুলোতে এই টার্মটা বেশ শুনতে পাও...
(পর্ব-১) জীবন বা ক্যারিয়ারে কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষা আর ক্যারিয়ার বিষয়ক স্কিল বা সার্টিফিকেট থাকলেই হবে...
(পর্ব-২)গত পর্বে আমরা জেনেছি অনেক গুরুত্বপূর্ণ কিছু সফট স্কিল নিয়ে। এই পর্বে জেনে নিবো আরও কিছু আকর্ষণীয় সফট স...
প্রতিটা সেক্টরে ক্যারিয়ারের জন্যই নেটওয়ার্কিং আর কমিউনিকেশন একটি অতি আবশ্যক স্কিল। আমাদের আগের ক্যারিয়ার সাজেশ...
আচ্ছা, তুমি যেক্ষেত্রেই কাজ করো না কেন, কোন স্কিলটা ছাড়া একদম চলবেই না - বলো তো? যদি তোমার উত...