• হোম
  • >
  • ব্লগ
  • >
  • জীবনে এবং ক্যারিয়ারের জন্য জানা প্রয়োজন এই ১০ টি সফট স্কিল

জীবনে এবং ক্যারিয়ারের জন্য জানা প্রয়োজন এই ১০ টি সফট স্কিল

ডিপ্লোমা

27 March 2024

0 ভিউ

0 মন্তব্য

(পর্ব-২)

গত পর্বে আমরা জেনেছি অনেক গুরুত্বপূর্ণ কিছু সফট স্কিল নিয়ে। এই পর্বে জেনে নিবো আরও কিছু আকর্ষণীয় সফট স্কিল অর্থাৎ ব্যক্তিগত গুণাবলি নিয়ে - যা তোমার ক্যারিয়ার ও জীবনে এনে দিবে সফলতা। 



 

আগের পর্বটি যারা মিস করেছো দেখে নিতে পারো https://beta.educity.com.bd/public/blog/details/10-soft-skills-need-to-know-for-life-and-career


 

তাহলে দেরী না করে জেনে নেই, আর কি কি সফট স্কিল নিয়ে দক্ষতা বাড়াবেঃ 



 

কনফিডেন্সঃ  দ্বিতীয় পর্বে আছে বলে কম দরকারি ভেবে ভুল করো না যেন! বাস্তবে সব সফট স্কিলের ভেতর এটাই সবার উপরে। আর অন্য সফট স্কিলে তুমি ভালো করবে, কনফিডেন্স ভালো হলেই। কনফিডেন্স নিজেকে এবং নিজের কাজের দক্ষতাকে প্রেজেন্ট করতে অনেক জরুরি একটি স্কিল। 



 

রিসেলিয়েন্স: এটা তোমার ভেতর থাকা শক্তির পরিচয় বহন করে। চ্যালেঞ্জ আর বিপত্তিকর পরিস্থিতি থেকে না ভেঙে পড়ে উঠে আসার নামই রিসেলিয়েন্স। জীবন আর কর্মক্ষেত্র কোথায় নেই এর গুরুত্ব! 



 

ইন্টেগ্রিটি: বা সততা। নিজের কাজ, আউটপুট এবং সর্বোপরি ব্যক্তি হিসেবে সৎ থেকে সঠিক কাজ করার মানসিকতা ধরে রাখাই ইন্টেগ্রিটি। তবে সবার সামনে ভালো হওয়া মানেই কিন্তু ইন্টেগ্রিটির নয়। বরং যখন কেউ দেখছে না, সেখানেও তোমার সততা এবং আদর্শপূর্ণ মানসিকতাই হচ্ছে ইন্টেগ্রিটি।



 

টিম-ওয়ার্ক: একটা টিমের ভেতর অনেক ধরনের লোক থাকবে। অনেক মানসিকতার মিশ্রণ থাকবে। এখানে একত্রে কাজ করা, কমিউনিকেশন ঠিক রেখে একটা সুস্থ ও সম্মানজনক কাজের পরিবেশ বজায় রাখার স্কিলটাই হল টিম ওয়ার্ক। 



টাইম ম্যানেজমেন্ট:  টাইম ম্যানেজ করার কথা শুনতে সহজ লাগলেও, বাস্তবে আমরা সবাই কিন্তু কম বেশি স্ট্রাগল করি। এর জন্য প্রয়োজন সঠিক অভ্যাস আর হেলথি বাউন্ডারি ম্যানেজমেন্ট। 

ট্যাগ

এই পোস্টটি শেয়ার কর

সাম্প্রতিক
ছাত্র অবস্থায়ই জানতে হবে ওয়ার্ক-লাই...

আচ্ছা, ওয়ার্ক লাইফ ব্যালেন্স জিনিসটা কি বলতে পারো ? আজকাল কর্পোরেট আর জব সেক্টরগুলোতে এই টার্মটা বেশ শুনতে পাও...

জীবনে এবং ক্যারিয়ারের জন্য জানা প্র...

(পর্ব-১) জীবন বা ক্যারিয়ারে কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষা আর ক্যারিয়ার বিষয়ক স্কিল বা সার্টিফিকেট থাকলেই হবে...

জীবনে এবং ক্যারিয়ারের জন্য জানা প্র...

(পর্ব-২)গত পর্বে আমরা জেনেছি অনেক গুরুত্বপূর্ণ কিছু সফট স্কিল নিয়ে। এই পর্বে জেনে নিবো আরও কিছু আকর্ষণীয় সফট স...

কিভাবে বাড়াতে পারি কমিউনিকেশন স্কিল...

প্রতিটা সেক্টরে ক্যারিয়ারের জন্যই নেটওয়ার্কিং আর কমিউনিকেশন একটি অতি আবশ্যক স্কিল। আমাদের আগের ক্যারিয়ার সাজেশ...

ইংরেজিতে কমিউনেকেশনের দক্ষতা কি করে...

আচ্ছা, তুমি যেক্ষেত্রেই কাজ করো না কেন, কোন স্কিলটা ছাড়া একদম চলবেই না - বলো তো?   যদি তোমার উত...

ট্যাগ

সব মন্তব্য

0 মন্তব্য