• হোম
  • >
  • ব্লগ
  • >
  • কিভাবে বাড়াতে পারি কমিউনিকেশন স্কিল ?

কিভাবে বাড়াতে পারি কমিউনিকেশন স্কিল ?

ডিপ্লোমা

27 March 2024

0 ভিউ

0 মন্তব্য

প্রতিটা সেক্টরে ক্যারিয়ারের জন্যই নেটওয়ার্কিং আর কমিউনিকেশন একটি অতি আবশ্যক স্কিল। আমাদের আগের ক্যারিয়ার সাজেশন গাইডলাইন নিয়ে পোস্টগুলো ফলো করলে এটা নিশ্চয়ই লক্ষ্য করে  থাকবে।  


 

আর নেটওয়ার্কিং করা সম্ভব কিন্তু কমিউনিকেশনের মাধ্যমেই। এই স্কিলটা জানা থাকলে নেটওয়ার্কিংয়ে  তুমি অনায়াসে সফল হবে। 


 

যেহেতু সব ডিপার্টমেন্টের ক্যারিয়ারের জন্যই কমিউনিকেশন জানাটা জরুরি, তাই আজকে আমাদের আলোচনার টপিক হল কিভাবে তুমি এই বিষয়ে পারদর্শী হবে সেটা জানা। 


 

চলো জেনে নেয়া যাক, কিভাবে বাড়াবে তোমার কমিউনিকেশন স্কিলঃ 



 

✍🏼 কমিউনিকেশন হল একটা মাধ্যম। যে ফাউন্ডেশনের উপর এই মাধ্যম দাঁড়িয়ে থাকে তার নাম হল “কানেকশন”। কমিউনিকেশনের শেষ লক্ষ্য ও কানেকশন তৈরি করা। আর কানেকশন তৈরি করতে হলে শুধু কথা বলা নয় - অপর পাশের ব্যক্তিকে ভালো করে শুনতে এবং জানতে হবে।  তাই কমিউনিকেশনের প্রথম সূত্র হল, শোনা। 



 

✍🏼 অপর পক্ষের সাথে কানেকশন তৈরি করাই কমিউনিকেশনের শেষ কথা নয়। বরং কানেকশনটা হওয়া চাই মিউচুয়াল। তাই সঠিক কমিউনিকেশন তখনই সম্ভব যখন তোমার মনের ভাব প্রকাশ করবে।তুমি কি ভাবছ, তোমার মতামত,  নিজস্বতা, দৃষ্টিকোণ কিংবা গুরুত্বপূর্ণ কোন ইনফরমেশন - প্রকাশ না হলে অন্যের পক্ষে জানা অসম্ভব। তাই নিজের কথা ক্লিয়ার ভাবে বলতে শিখো। 



 

✍🏼 নিজের কমিউনিকেশন ক্লিয়ার রাখার জন্য - যথোপযুক্ত ইনফরমেশন দেয়ার চেষ্টা করবে। চেষ্টা করবে অল্প কথায় তোমার মতামতটি পরিস্কার এবং সম্পূর্ণ করতে। শ্রেষ্ঠ কমিউনিকেশন সেটাই যেখানে-  অল্প কথার মাধ্যমেই জটিল বিষয়ও সহজে বুঝা যায়।



✍🏼  ইমোশনের কারণে অনেক সময়ই আমাদের কমিউনিকেশনের উপর বিরূপ প্রভাব পড়ে। আত্ম-নিয়ন্ত্রণ একটি গুরুত্বপূর্ণ লাইফ স্কিল। নিজের আবেগ দিয়ে নিয়ন্ত্রিত না হয়ে - সব পরিস্থিতিতে কমিউনিকেশন ক্লিয়ার রাখার চেষ্টা করবে। ভয়, রাগ অথবা অহংকার - মানুষের মনে জন্ম নেয়াটা স্বাভাবিক। যে আত্ম-নিয়ন্ত্রনে পারদর্শী সে তীব্র আবেগেও স্থির থাকতে শিখে। এবং শুধু সেটাই বলে যা ন্যায়-সঙ্গত এবং সঠিক। এমন ব্যাক্তি- রাগের মাথায় যেমন দুর্ব্যবহার করবে না, তেমনি, ভয়ের কারণে যা বলা উচিত তার থেকে কম বলবে না।

ট্যাগ

এই পোস্টটি শেয়ার কর

সাম্প্রতিক
ছাত্র অবস্থায়ই জানতে হবে ওয়ার্ক-লাই...

আচ্ছা, ওয়ার্ক লাইফ ব্যালেন্স জিনিসটা কি বলতে পারো ? আজকাল কর্পোরেট আর জব সেক্টরগুলোতে এই টার্মটা বেশ শুনতে পাও...

জীবনে এবং ক্যারিয়ারের জন্য জানা প্র...

(পর্ব-১) জীবন বা ক্যারিয়ারে কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষা আর ক্যারিয়ার বিষয়ক স্কিল বা সার্টিফিকেট থাকলেই হবে...

জীবনে এবং ক্যারিয়ারের জন্য জানা প্র...

(পর্ব-২)গত পর্বে আমরা জেনেছি অনেক গুরুত্বপূর্ণ কিছু সফট স্কিল নিয়ে। এই পর্বে জেনে নিবো আরও কিছু আকর্ষণীয় সফট স...

কিভাবে বাড়াতে পারি কমিউনিকেশন স্কিল...

প্রতিটা সেক্টরে ক্যারিয়ারের জন্যই নেটওয়ার্কিং আর কমিউনিকেশন একটি অতি আবশ্যক স্কিল। আমাদের আগের ক্যারিয়ার সাজেশ...

ইংরেজিতে কমিউনেকেশনের দক্ষতা কি করে...

আচ্ছা, তুমি যেক্ষেত্রেই কাজ করো না কেন, কোন স্কিলটা ছাড়া একদম চলবেই না - বলো তো?   যদি তোমার উত...

ট্যাগ

সব মন্তব্য

0 মন্তব্য