• হোম
  • >
  • ব্লগ
  • >
  • জীবনে এবং ক্যারিয়ারের জন্য জানা প্রয়োজন এই ১০ টি সফট স্কিল

জীবনে এবং ক্যারিয়ারের জন্য জানা প্রয়োজন এই ১০ টি সফট স্কিল

ডিপ্লোমা

27 March 2024

0 ভিউ

1 মন্তব্য

(পর্ব-১)


 

জীবন বা ক্যারিয়ারে কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষা আর ক্যারিয়ার বিষয়ক স্কিল বা সার্টিফিকেট থাকলেই হবে না। ক্যারিয়ার বা লাইফে সফলতা আনতে এবং সেই সফলতা ধরে রাখতে প্রয়োজন স্মার্ট হওয়া। 


 

সফট স্কিল হচ্ছে সেই দরজা খোলারই চাবি। 🔑


 

🤯 কি? অবাক হচ্ছো? 


 

তাহলে আজকের এই পোস্টে তোমাদের জানাবো সফট স্কিল কি? আর কেনই বা জীবনে সেগুলো এত গুরুত্বপূর্ণ? 


 

🌐 ইনভেস্টোপিডিয়া ওয়েবসাইট অনুযায়ী, “সফট স্কিল মানে হলো - এমন কিছু চারিত্রিক বৈশিষ্ট্য এবং পারস্পরিক সম্পর্ক গড়ে তোলার দক্ষতা, যা একজন ব্যক্তির অন্যদের সাথে কার্যকরীভাবে যোগাযোগ করার যোগ্যতাকে বুঝায়। কর্মক্ষেত্রে, সফট স্কিলকে হার্ড স্কিলের পরিপূরক হিসাবে বিবেচনা করা হয়। হার্ড স্কিল মূলত - ব্যক্তির পেশাগত জ্ঞান ও দক্ষতাকে বোঝায়।


 

অর্থাৎ, সফট স্কিল বলতে বুঝায় কোনো ব্যক্তি কিভাবে কথা বলে, শোনে, সমস্যা সমাধান করে এবং অন্যদের সাথে কাজ করে। এগুলো হলো একপ্রকার ব্যক্তিগত গুণাবলী যা একজন ব্যক্তিকে টিমে কাজ করতে, নেতৃত্ব দিতে এবং দায়িত্ব নিতে সহায়তা করে।”


 

এখন নিশ্চয়ই সফট স্কিল আর হার্ড স্কিলের পার্থক্য পরিষ্কার হয়েছে। তাহলে, এবার জেনে নেয়া যাক সফল হতে চাইলে কোন সফট স্কিলগুলো জানতেই হবেঃ 



 

⭐️ কমিউনিকেশন:  সঠিক ভাবে কমিউনিকেট করতে পারাটা একটা টিমের কার্যক্রম ঠিক রাখার জন্য জরুরি। নেটওয়ার্কিং ও সম্ভব হয় কমিউনিকেশন দ্বারাই। 



 

⭐️ ইমোশনাল ইন্টেলিজেন্স:  নিজের ইমোশন বুঝতে ও ম্যানেজ করতে পারা। আজকাল অনেক অফিসেই স্ট্রেস ম্যানেজমেন্ট, এঙ্গার ম্যানেজমেন্ট নিয়ে সফট স্কিল ট্রেনিং করানো হয়। এগুলো ইমোশনাল ইন্টেলিজেন্সেরই অংশ। 



 

⭐️ প্রবলেম সালভিং:  একটি ইউনিক স্কিল যেটা সব ক্ষেত্রেই কাজে লাগে। এর জন্য এনালিটিক্যাল আর ক্রিয়েটিভ দুই ধরনের দক্ষতাই সমান ভাবে দরকার হয়। প্রবলেম সালভিং স্কিল মানুষের বুদ্ধিমত্তা বাড়ায়। 



 

⭐️ লিডারশিপ:  এই স্কিল থাকলে তুমি নিজেকে এবং অন্যদের পথ প্রদর্শন অথবা লিড করতে পারবেন। প্রজেক্ট সম্পাদন অথবা টিম ম্যানেজ করার জন্য যেমন জরুরি একটি স্কিল - তেমনি তোমার ব্যক্তিজীবনে সিকিউরিটি ও সঠিক ডিসিশনমেকিং করতে প্রয়োজন। 


⭐️ ডিসিশন-মেকিং:  অনেক অন্ডারেটেড একটি স্কিল। অথচ প্রতিদিন অসংখ্যবার এর ব্যবহার করতে হয়। একজন ভালো ডিসিশনমেকার অনেক সম্ভাব্য ডিসিশন থেকে সেরাটা বেছে নিতে পারে। এই কারণে ভবিষ্যতের ভিত্তি মজবুত হয়। 

ট্যাগ

এই পোস্টটি শেয়ার কর

সাম্প্রতিক
ছাত্র অবস্থায়ই জানতে হবে ওয়ার্ক-লাই...

আচ্ছা, ওয়ার্ক লাইফ ব্যালেন্স জিনিসটা কি বলতে পারো ? আজকাল কর্পোরেট আর জব সেক্টরগুলোতে এই টার্মটা বেশ শুনতে পাও...

জীবনে এবং ক্যারিয়ারের জন্য জানা প্র...

(পর্ব-১) জীবন বা ক্যারিয়ারে কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষা আর ক্যারিয়ার বিষয়ক স্কিল বা সার্টিফিকেট থাকলেই হবে...

জীবনে এবং ক্যারিয়ারের জন্য জানা প্র...

(পর্ব-২)গত পর্বে আমরা জেনেছি অনেক গুরুত্বপূর্ণ কিছু সফট স্কিল নিয়ে। এই পর্বে জেনে নিবো আরও কিছু আকর্ষণীয় সফট স...

কিভাবে বাড়াতে পারি কমিউনিকেশন স্কিল...

প্রতিটা সেক্টরে ক্যারিয়ারের জন্যই নেটওয়ার্কিং আর কমিউনিকেশন একটি অতি আবশ্যক স্কিল। আমাদের আগের ক্যারিয়ার সাজেশ...

ইংরেজিতে কমিউনেকেশনের দক্ষতা কি করে...

আচ্ছা, তুমি যেক্ষেত্রেই কাজ করো না কেন, কোন স্কিলটা ছাড়া একদম চলবেই না - বলো তো?   যদি তোমার উত...

ট্যাগ

সব মন্তব্য

1 মন্তব্য
Photo
test

29 August 2024 at

21:53 PM

sey hoiche vaia
Reply