ডিপ্লোমা
26 March 2024
0 ভিউ
0 মন্তব্য
সকল বাধা পেরিয়ে লক্ষ্যে পৌঁছানোর সিক্রেট কি?
কখনও এমনটা ভেবেছো কি?
হ্যাঁ, এর সিক্রেট আসলে কিছু মূলমন্ত্র। যা সফল ব্যক্তিরা সব সময় মেনে চলেন। মনে রেখো এই সফলতার মূলমন্ত্র কিন্তু তোমার জীবনের সব ক্ষেত্রেই কাজে দেবে।
তাহলে জেনে নেয়া যাক কি সেই সফলতার রহস্য:
⭐️ লক্ষ্যে সফল হওয়ার প্রথম ধাপ হল- লক্ষ্য নির্ধারণ করা। একটা রিজনেবল গোল বা টার্গেট সেট করে নিতে হবে।
⭐️ দ্বিতীয় ধাপ হল- লক্ষ্যে পৌঁছানোর পথ। কোন পথ সবচেয়ে সহজে তোমাকে পৌঁছে দিবে? খুঁজে বের করো সেই পথ এবং পূর্ণ নিশ্চয়তার সেই পথে চলার প্রস্তুতি নিয়ে নাও।
⭐️ চলতি পথে কিন্তু বাধা এসেই পড়ে। আমাদের জীবনে সমস্যা যতটা না বড়, তারচেয়ে বিকট করে সেটাকে দেখার পিছনে কাজ করে আমাদের মন। যদি সফল ব্যক্তির মতো ভাবতে চাও, মনের উপর নিয়ন্ত্রণ পাও। সমস্যা দেখে বিচলিত না হওয়ার অর্থ হল - সেটা নিয়ে জল্পনাকল্পনা করা অথবা আবেগীয় রিয়াকশন করা থেকে নিজেকে নিয়ন্ত্রণ করা। এতে তোমার অনেক শক্তি বেঁচে যাবে। যা তোমার লক্ষ্যে পৌঁছানোর কাজকে আরও এফিসিয়েন্ট করে দিবে।
⭐️ লক্ষ্য আর দৃষ্টির ভেতর সম্পর্ক হওয়া উচিত তীর আর নিশানার মতো। লক্ষ্য তোমার নিশানা, তীর তোমার কর্ম। এর মধ্যে আশে পাশের ডিস্ট্রাকশনে যত কম নজর দিবে তত সহজে লক্ষ্যে পৌঁছাবে। শুধু তোমার নিশানায় চোখ রাখো।
⭐️ সময় (কখন পৌঁছাবো?) আর ফলাফল নিয়ে চিন্তা করাও একধরনের ডিস্ট্রাকশন। এসব নিয়ে ভাবতে গিয়ে মানুষ নানা অবাস্তব কল্পনা করে বসে। এধরণের আসক্তি না রেখে, তোমার কাজ করে যাও।
এই বিষয়গুলো প্র্যাক্টিকালি প্রয়োগ করে, সেটা নিয়ে তোমার নিজেকে রিফ্লেক্ট করতে হবে। এটা করার আনন্দ যখন উপভোগ করবে, বুঝে নেবে- সফল তুমি হবেই!
আচ্ছা, ওয়ার্ক লাইফ ব্যালেন্স জিনিসটা কি বলতে পারো ? আজকাল কর্পোরেট আর জব সেক্টরগুলোতে এই টার্মটা বেশ শুনতে পাও...
(পর্ব-১) জীবন বা ক্যারিয়ারে কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষা আর ক্যারিয়ার বিষয়ক স্কিল বা সার্টিফিকেট থাকলেই হবে...
(পর্ব-২)গত পর্বে আমরা জেনেছি অনেক গুরুত্বপূর্ণ কিছু সফট স্কিল নিয়ে। এই পর্বে জেনে নিবো আরও কিছু আকর্ষণীয় সফট স...
প্রতিটা সেক্টরে ক্যারিয়ারের জন্যই নেটওয়ার্কিং আর কমিউনিকেশন একটি অতি আবশ্যক স্কিল। আমাদের আগের ক্যারিয়ার সাজেশ...
আচ্ছা, তুমি যেক্ষেত্রেই কাজ করো না কেন, কোন স্কিলটা ছাড়া একদম চলবেই না - বলো তো? যদি তোমার উত...